রবিবার রাত ৯:৩৪, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২২শে ডিসেম্বর, ২০২৪ ইং

বঙ্গবন্ধুর শতবর্ষ জন্মবার্ষিকী উপলক্ষে ক্ষণগণনা শুরু

৫৮৯ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

বঙ্গবন্ধুর শতবর্ষ জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনীর মাধ্যমে ক্ষণগণনা কার্যক্রম শুরু হলো।

জাতির জনক বঙ্গবন্ধুর শতবর্ষ জন্মবার্ষিকী উপলক্ষে (১০ জানুয়ারি) শুক্রবার বিকেল ৩টায় জেলা প্রশাসন, জেলা আ’লীগসহ সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে জেলা পরিষদ ডাক বাংলোয় জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ উপলক্ষে জেলা পরিষদ অডিটরিয়াম বিডি হল চত্বরে ভিডিও এর মাধ্যমে জাতীয় প্যারেড স্কয়ার থেকে সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার করা হয়। এ সময় ঠাকুরগাঁওয়ের হাজারও জনতা আলোক রশ্মির মাধ্যমে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের ভিডিও চিত্র উপভোগ করে। একই সাথে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানও উপভোগ করে তারা।

আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, জেলা আ’লীগের সভাপতি মুহ: সাদেক কুরাইশী, সদর উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিনুল ইসলাম, পুলিশ সুপার মোহা: মনিরুজ্জামান (পিপিএম), জেলা আ’লীগের সিনিয়র সহসভাপতি মাহাবুবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, মহিলা আ’লীগের সভাপতি দ্রৌপদী দেবী আগারওয়ালাসহ আ’লীগের বিভিন্ন সহযোগি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ জনসাধারণ।

বড় পর্দায় প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন, বিজিবির ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার আবু তাহের মো:আব্দুল্লাহ, জেলা আ’লীগের সহ-সভাপতি এ্যাড.তোজাম্মেল হক মঞ্জু,কৃষকলীগের সভাপতি সরকার আলাউদ্দিন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো,জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল,জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম, জেলা ছাত্রলীগের সভাপতি মাহাবুব হোসেন রনি, সাধারণস সম্পাদক সানোয়ার পারভেজ পুলক, পৌর আ’লীগের সভাপতি একরামুল হক একরাম, সাধারণ সম্পাদক মাসুদুর বাবুসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ,ছাত্র-ছাত্রী বৃন্দ ও জনসাধারণ উপস্থিত ছিলেন। সন্ধায় একটি মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Some text

ক্যাটাগরি: খবর

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি