ইচ্ছে করে মাঝে মাঝে হাতটা তোর ধরতে
চোখ রেখে চোখটাতে প্রেমের আলাপ করতে।
তোর গায়ে গা ঘেসে ফুটপাতে হাটতে
রূপের অন্দরমহলের রহস্যটা ঘাটতে।
ইচ্ছে করে হতে তোর কাব্যের নিলাম্বরী
মাঝে মাঝে তোর জমিনে করি গড়াগড়ি।
এঁকে দেই তোর ঠোঁটে আদরের চিহ্ন
তুই আমি হয়ে যাই এক ও অভিন্ন।
মনে মনে ভাবি শুধু বলতে পারিনা
কখনো পারবো না বলতেও আমি তা।
ভাল করেই জানিস তুই আমি বড় ভিতু
সাহস আমার কখনো হয়না যে থিতু।
শত সুযোগ দেয়ার পরেও ভীতু এই মন
পারেনি করতে তার ইচ্ছেগুলো পূরণ।
স্বযত্নে ইচ্ছেগুলো চেপে রেখেছে
না পাবার যন্ত্রনাতে অতৃপ্ত থেকেছে।
প্রতিক্ষা করছি আবার সেই সু-সময়ের
একদিন প্রস্ফুটিত হবে এই আবেগের।
সাহস করে মুখ ফুটে ভালবাসি বলবো
ইচ্ছেগুলো পুরণ করে একসাথে চলবো।
রচনা: শফিউল বারী রাসেল
Some text
ক্যাটাগরি: কবিতা
[sharethis-inline-buttons]