১
)ক্ষমতার অবিনাশিতাবাদ
মোহাম্মদ সাইফুল ইসলাম
রচনাকালঃ ২৮/১২/২০১৯
প্রকাশকালঃ ২৯/১২/২০১৯
অবশেষে থেমে গেলো
থ্যালামাসের প্রহরী কোষ,
নেই ঝড়ো হাওয়ার পূর্বাভাস,
বিবর্ণ সাতরঙা ক্যানভাস।
স্কিজোফ্রেনিয়া নিতান্তই অসার
মনোবৈজ্ঞানিক কল্পনা সার
‘ফ্রয়েডের’ উত্তসূরী সারলো প্রাতরাশ,
ভোগবাদ দখলবাদ যেনো একচ্ছত্রবাদ!
চারিদিকে ধূসর জড়তার অাভাস!
ধূম্রায়মান কুণ্ডলীতে নিক্ষিপ্ত কালের ইতিহাস!
শাণিত সিণ্ডিকেটের জয়জয়কার,
অবোধে প্রবোধে হারিয়ে গেলো বোধ
প্রত্যাশার বালুচরে গোধূলি লগন
ক্রোমোজমীয় জীন হয়েছে বৈশিষ্ট্যহীন;
সদর্পে চলি অামরা ক্ষমতাধর
ভূধর কাঁপে থরথর!
দৃষ্টির ডানে বাঁয়ে অর্ধ সমকোণ
ছায়ার দু’পাশে ছড়ায় প্রচ্ছায়া।
অহংবোধে গদগদ অামি অপ্রতিরোধ্য।
ক্ষমতার পাওয়ার হাউজ হয়েছে রসদহীন
লালবাতি বলে কেনো রিচার্জিং
সময় হয়েছে হবো বিলীন
বরং হয়ে যাও ডিকম্পোজড
সমগ্রতাবাদ হয়ে যাক নির্মূল,
ক্ষমতার অবিনাশিতাবাদই সব নষ্টের মূল।
২)
মনস্তাত্ত্বিক পরাবৃত্ত
মোহাম্মদ সাইফুল ইসলাম
রচনাকালঃ১১/০১/২০২০
প্রকাশকালঃ১২/০১/২০২০
গোলাপ কুঁড়ির মত
বৃত্তীয় পরিধি সাজায় পরাবৃত্ত,
সবুজ অাবরণের অন্তরালে
প্রকাশিত গোলাপীয় সুঘ্রাণ,
বাতায়নে রূপ লাবণ্যের
মোহনীয় অাবেশীয় লগন;
নিজস্ব সাধন রতন ধন
সযত্নে করে চেতনের লালন।
ভরা কটাল অার মরা কটালে
সরল দোল গতিতে জীবনের রূপায়ন।
নিজস্ব বলয়ে দ্বিচারিত প্লাবন
উপবৃত্তীয় অাকর্ষণে ঝুলন্ত দর্শন;
অন্যের চেতনায় মোড়া
ভাবনাময় অাপন মরুদ্যান।
বৈপরিত্যে ক্ষেপণাস্ত্র অাছড়ে পড়ে
বটবৃক্ষের শ্বাস মূলে।
বিপন্ন সমাজ পরিবেশ
বিকল্প উপায়ে সূর্য স্নান করে
অতি বেগুনী রশ্মি
ঠেকায় বিকাশমান ধারা;
অাধুনিক রাষ্ট্রযন্ত্র বহুমুখী প্রকল্পে
ভারাক্রান্ত দিকভ্রান্ত।
৩)
দাম্ভিকতার মাসুল
মোহাম্মদ সাইফুল ইসলাম
রচনাকালঃ ০১/০১/২০২০
প্রকাশকালঃ০৭/০১/২০২০
হাসবো নাকি কাঁদবো ভেবে পাই না কূল,
কে দেবে শান্তনা কে দেবে উপদেশ
একধারে অানন্দ উৎসব, অপর ধারে কান্নার রোল
সুখের মসনদে বসে ভাবি দূর হবে সব গণ্ডগোল।
দুদিনের সংসারে বড়াই কেনো ক্ষমতার দাপটে
বেলুন ফুটো হলে ব্যাকটেরিয়া ধরবে ঝাপটে।
সময় থাকতে চিনলে না অধিকার অনধিকার
বাঁচবে অার কত বড় জোর শত বছর।
জলন্ত এক অগ্নি কুণ্ডলীতে করি বসবাস,
মানব নামের দানবের সাথে সমান্তরাল বাস,
বিবেক বোধহীন নাকি অাশরাফুল মাখলুকাত!
শ্রেষ্ঠত্বের মুকুট যদি এমনই হয় উপহার
জ্বালিয়ে পুড়িয়ে করতে চাই তারে অঙ্গার।
দাম্ভিকতার মাসুল দিতে হবে শুনে রাখ
সময়ের ব্যবধানে উড়ে যাবে রাখ ঢাক।
জেনে রাখ ইতিহাস বড়ই নিরপেক্ষ বিচারক
ব্যাক ফায়ার করবে সময়ের অপেক্ষায় থাক।
৪)
অবিনাশী বংশগতি(রূপক)
মোহাম্মদ সাইফুল ইসলাম
রচনাকালঃ ১৮/০১/২০২০
প্রকাশকালঃ১৯/০১/২০২০
সবুজ বৃন্তে কুঁড়ি ছিলাম,
দিনে দিনে পাঁপড়ি খুললাম,
রঙের নদে ভেসে উঠলাম।
ইচ্ছেগুলো ডানা মেললো
অবশেষে পুষ্প হলাম;
মর্মে মর্মে সৌরভ এলো
দিকে দিকে সুনাম পেলাম।
ভ্রমর এলো সুবাস শুকলো
পুষ্প রেণু মেখে নিলো,
ফুলে ফুলে উড়ে গেলো
গর্ভমুণ্ডে বসে পড়লো;
পরাগায়নে উৎসব হলো।
গর্ভাশয়ে ডিম্বক ছিল
পরিপুষ্ট জাতি পেলো,
মনে মনে মিলন হলো
বাগান জুড়ে ফুর্তি এলো
গর্ভাধানে প্রাণ এলো;
নতুন জীবন স্বপ্ন দেখলো।
সময় এলো বিদায় নেবো
দলমণ্ডলে অাগুন লাগলো;
ফুলে ফলে বীজ হলো।
মালীর মুখে হাসি অাসলো
শূণ্য বাগান পড়ে রইলো
বংশ কিন্তু রয়ে গেলো।
Some text
ক্যাটাগরি: মতামত
[sharethis-inline-buttons]