বৃহস্পতিবার বিকাল ৪:১৯, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৬শে ডিসেম্বর, ২০২৪ ইং

নিরব কথনে

৭৩৩ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

রাতের কালোটা নিভৃতে বিদায় নিতে চলল ..
পূবের আকাশে একটু আবছা আলোর রেখা
আসন্ন ভোরের জানান দিলো।
নদী মোহনায় দীঘল পাড়ে দাঁড়িয়ে আমি,
ঘন কুয়াশার আবরনে ঝাপাসা দৃষ্টিতে যায়না দেখা
সব আবছায়া, কিছু থুজা গাছের সরল সারি
হাতছানি দেয় দূরে,
আশা নিরাশার দোলায় কুয়াশার জালে
ডুবে আছি বেঘোরে,…
পাড়ের কাছেই ডিঙি বেয়ে চলে একাকী মাঝিটা,
প্রশান্তির সবটুকু অলিখিত আঁখরে ছোট ছোট
ঢেউয়ের তালে মৌন হয়ে নদী জলে করে খেলা
আমার মনের একান্ত নিরব কথনে;
আকাশের ঐ রূপোলি চাঁদটা হাসে অপলকে।
সেচ্ছায় ও আমার সাথে সঙ্গী হলো,
দূর্বা ঘাসের ডগায় নিটোল শিশির দেখার ছলে..!

সিত্তুল মুনা সিদ্দিকা : কবি ও শিক্ষিকা

Some text

ক্যাটাগরি: মতামত

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি