বৃহস্পতিবার দুপুর ১২:৩৯, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৬শে ডিসেম্বর, ২০২৪ ইং

৪৯তম মহান বিজয় দিবস ২০১৯: এম. হাসনাইন আহমেদ হাওলাদার

৫৯১ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

একটি পাখি বাসার আশে
    করছে উড়াউড়ি
এ বন থেকে ঐ বনেতে
    করছে ঘুরাঘুরি।

অবশেষে বাঁধল বাসা
    দীর্ঘ ন’মাস পরে
সেই পাখিটা তুলল ছানা
    ষোলই ডিসেম্বরে।

সেই ছানাটি জানান দিল
    বিশ্ববাসী শোন
বাংগালী এক বীরের জাতি
    নয়তো ভিত কোন।

লক্ষ ভাইয়ের রক্তে কেনা
সবুজ বরণ পাখি
বিশ্ব সভায় সেই পাখিটা
    করছে ডাকাডাকি।

সেই পাখিটা দেয় পরিচয়
    বাংলাদেশের নামে
কেনা হল সেই পাখিটা
    লক্ষ প্রাণের দামে

Some text

ক্যাটাগরি: মতামত

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি