সুনামগঞ্জ হানাদারমুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এর উদ্যোগে গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০ টায় সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে এক রেলি বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে স্থানীয় আবুল হোসেন মিলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রেলিতে অংশ নেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোঃ আব্দুল আহাদ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল হুদা মুকুট, সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বক্স, অতিরিক্ত জেলা প্রশাসক শফিকুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাজী নুরুল মোমেন, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন্নবী, মুক্তিযোদ্ধা আলী আমজাদ, মুক্তিযোদ্ধা মতিউর রহমান ও আরো অনেকে উপস্থিত ছিলেন।
ইকবাল হোসেন রিংকু : সুনামগঞ্জ থেকে
Some text
ক্যাটাগরি: খবর
[sharethis-inline-buttons]