ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে রুপা আমন ধান বিক্রি করার জন্য লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হযেেছ। উপজেলা খাদ্য শস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির সভায় প্রকাশ্যে এই লটারি হয়। বৃহস্পতিবার ( ৫ ডিসেম্বর) সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত ) সহকারী কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াঙ্কার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুর,পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আবু হানিফ,উপজেলা ক‚ষি কর্মকর্তা মোঃ জাহিরুল ইসলাম, উপজেলা খাদ্য কর্মকর্তা শামীম আহামেদ, সদর চেয়ারম্যান আব্দুল জব্বার, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ইসমত আলী, ডিপুটি কমান্ডার মোঃ আনোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা মোঃ মাহফুজ আলী, সরাইল উপজেলা খাদ্য গুদামের (ভারপ্রাপ্ত ) কর্মকর্তা মোছাঃ হাফছা হাই প্রমূখ। সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত ) ফারজানা প্রিয়াঙ্কা জানান, সরাইল উপজেলায় ৭ হাজার ৫০ হেক্টর জমিতে রূপা আমন ধানের চাষ হয়েছে। উৎপাদন হবে প্রায় ৩৮ হাজার ৭’শত মেট্রিক টন ধান। রূপা আমন ধান চাষ করেছে ৩ হাজর ৩’শ ২১ জন কৃষকের নামের তালিকা প্রস্তুত করা হয়েছে। তিনি আরো জানান, সরকার সরাইল উপজেলায় ৬৬১ মেট্রিক টন রুপা আমন ধান ক্রয় করবে।
শেখ মো. ইব্রাহীম, সহ-সম্পাদক
Some text
ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা
[sharethis-inline-buttons]