- জুবায়ের দুখু
অপ্রেমিক
❑
মায়াবতীর চোখে আমি অপ্রেমিক
তার জন্য কোনো বিশাল আক্ষেপ নেই আমার।
হতাশার চাদর মুড়িয়ে
কেউ কেউ চলে যায় মৃত্যুর পথে।
আমি ওসবে বিশ্বাস্ত নই,
দেহ জুড়ে কমল প্রেম জ্বর
চারিদিকে ভেসে ওঠে অপ্রেমিকের কঙ্কাল।
আমকে দেখে যায় মৃত্যু
আমি চেয়ে থাকি মায়াবতীর চোখে
দুজনের মাঝখানে আমি এখনো অপ্রেমিক।
Some text
ক্যাটাগরি: কবিতা
[sharethis-inline-buttons]