সভাপতি মাওলানা ইনআমুল হক, সাধারণ সম্পাদক মাওঃ কাজী এনাম
জাতীয় লেখক পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ৷ বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় স্থানীয় জামিয়া ইউনুছিয়া মিলনায়তনে জেলা আহবায়ক মাওলানা ইনআমুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মুফতি নুরুল্লাহ আল মানসুর ৷
মতবিনিময় সভায় কেন্দ্রঘোষিত কর্মসূচিকে যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে সর্বসম্মতিক্রমে আহবায়ক কমিটি বিলুপ্ত করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
এতে সভাপতি মাওলানা ইনআমুল হক (শিক্ষক জামিয়া ইউনুছিয়া), সিনিয়র সহ সভাপতি মাহফুজুর রহমান পুষ্প (স্টাফ রিপোর্টার তিতাস বার্তা), সহ সভাপতি হাসান আল সোহাগ (সম্পাদক ব্রাহ্মণবাড়িয়ার কন্ঠ), সহ সভাপতি মুফতি নিয়ামুল ইসলাম (সভাপতি ইসলামী নাগরিক সমাজ), সহ সভাগপতি মুফতি জুবায়ের সাইফুল্লাহ (লেখক গবেষক ও মুহাদ্দীস)সহ সভাপতি নুরে আলম জাহাঙ্গীর (প্রধান সম্পাদক আওয়ার কন্ঠ) সাধারণ সম্পাদক মাওলানা কাজী এনাম,(স্টাফ রিপোর্টার আওয়ার কন্ঠ) সহ সাধারণ সম্পাদক সাঈদ সালমান,সাংবাদিক, মুফতি মোজাহিদুল ইসলাম ফাহিদ (শিক্ষক ও সংগঠক ) মুফতি আবদুল্লাহ ইদ্রিস ৷ সাংগঠনিক সম্পাদক এস এম ফরহাদ ইসলাম মাসুম (গ্রন্থ লেখক)মাওলানা এনামুল হক আরিফ (শিক্ষক) আঃ কাইয়ূম খান ৷
আবদুর রহমান, (শিক্ষার্থী) প্রচার সম্পাদক সাঈদুর রহমান সহ প্রচার সম্পাদক, জাকারিয়া, দফতর সম্পাদক, আমীর মোহাম্মদসহ দফতর সম্পাদক ফয়সাল আহমদ, এবং সম্মানিত সদস্য হিসেবে, আল আমীন হারুন, মোঃ আবু বকর, মাহবুবুর রহমান,ইকরামুল হাসান (রকি)আল আমীন সিরাজী,মোঃ সায়েম,সদরুল আমীন,মোহাম্মদুল্লাহ,রফিকুল ইসলাম সোহাগ,আবু রায়হান, আসআদ, গাজী আবু বকরকে দায়িত্ব দেয়া হয় ৷
Some text
ক্যাটাগরি: খবর
[sharethis-inline-buttons]