শুক্রবার বিকাল ৪:২৯, ১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ১৫ই নভেম্বর, ২০২৪ ইং

সিত্তুল মুনা সিদ্দিকার কবিতা: “বারণ”

৫৭৫ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

এ জীবনটা শুধুই মুগ্ধতায় ভরা,

কখনো বিস্ময়ে বিমুঢ় ক্ষণ!

জীবনালেখ্য কবিতার পাতায় পাতায়,

প্রকৃতির নান্দনিকতায় আর নৈসর্গে,

কেবল বিধাতার সৃষ্টির একচ্ছত্র চিহ্ন।

অষ্টপ্রহরের ঐকান্তিক ভাবনার রেশটুকু

দেখি একেবারেই আলাদা।

তবুও স্বপ্ন লালনে ব্যস্ত থাকি,

হোক তা আলোকবর্ষ দূরত্ব!

মানব হৃদয়ে এ করেছি ধারণ!

নিবারণের সাধ্য কার?

আমায় করে বারণ?

স্বপ্নটাকে হৃদয়ে রাখিতে একান্তে।

জানি, বড় খেলো কথা কি বলেছি?

ভালোলাগাটা শুধু একান্ত নিজের,

এ এক রহস্যময় জটিলতায় ভরা।

এটি হৃদয়ের উৎসারিত প্লবতায় মগ্ন।

 

সিত্তুল মুনা সিদ্দিকা : কবি, শিক্ষিকা

Some text

ক্যাটাগরি: কবিতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি