রবিবার সন্ধ্যা ৭:২৮, ৩রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ১৭ই নভেম্বর, ২০২৪ ইং

লিবার্টি রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের বৃত্তিপ্রাপ্তদের সনদপত্র ও পুরস্কার বিতরণ

৫৯৩ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ঠাকুরগাঁও লিবার্টি রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদপত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শনিবার বিকেল ৩ টায় লিবার্টি রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের আয়োজনে অত্র প্রতিষ্ঠানের চত্বরে অধ্যক্ষ গৌতম রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ আলী।

অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক এসএম বেলাল এর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন,অধ্যক্ষ গৌতম রায়।
নর্থ বেঙ্গল কিন্ডার গার্টেন এসোসিয়েশনের অধীনে বৃত্তি পরীক্ষায় বিভিন্ন শ্রেণী থেকে ৪৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

এতে ১৮ জন শিক্ষার্থী বৃত্তি পায়। এর মধ্যে ট্যালেন্ট পুলে ১১ জন এবং সাধারণ গ্রেডে ৭ জন শিক্ষার্থী বৃত্তি পায়।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদপত্র প্রদান এবং চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

লিবার্টি রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীদের নিজস্ব আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় অত্র প্রতিষ্ঠানের শিক্ষক – শিক্ষিকা ও শিক্ষার্থীসহ অভিবাবকবৃন্দ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক এসএম বেলাল হোসেন প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

নূর-ই-আলম শাহ::ঠাকুরগাঁও প্রতিনিধি:

Some text

ক্যাটাগরি: খবর

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি