রবিবার সকাল ৯:০৩, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২২শে ডিসেম্বর, ২০২৪ ইং

কবিতা: পেঁয়াজ

৬৮৯ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

পেঁয়াজ সেলিব্রিটি

পাবলিক বরবটি।

ডাবল সেঞ্চুরি

নট আউট বাজার।

 

হালিতে বিক্রি আজ

ক্রমেই বাড়ছে ঝাঁজ।

বিবাহ, জন্মদিনে

অসাধারণ, উপহার।

 

পেঁয়াজ সেলিব্রিটি

পাবলিক বরবটি।

ডাবল সেঞ্চুরি

নট আউট বাজার।

 

সবজির সম্রাট

বেজায় গরম হাট।

ব্রিটিশ মিউজিয়ামে

জায়গা হলো তার।

 

পেঁয়াজ সেলিব্রিটি

পাবলিক বরবটি।

ডাবল সেঞ্চুরি

নট আউট বাজার।

 

সকালে বিকালে চলে

দেশের সব মহলে।

পিঁয়াজ টকশো

মৃল্যবৃদ্ধি কত আর।

 

পেঁয়াজ সেলিব্রিটি

পাবলিক বরবটি।

ডাবল সেঞ্চুরি

নট আউট বাজার।

 

পোলাও মাংসে চাই

ভর্তা ভাজিতে নাই

কাঁদুনে রাধুণীর

রসুইঘরে হাহাকার।

 

পেঁয়াজ সেলিব্রিটি

পাবলিক বরবটি।

ডাবল সেঞ্চুরি

নট আউট বাজার।

“””””””””””””””””””””””””””

18 November 2019

কালিয়াকৈর, গাজীপুর।

Some text

ক্যাটাগরি: সমকালীন ভাবনা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি