শনিবার রাত ১১:১১, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২১শে ডিসেম্বর, ২০২৪ ইং

নানা আয়োজনে ঠাকুরগাঁওয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন

৪৯২ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

‘বঙ্গবন্ধুর দর্শন-সমবায়ে উন্নয়ন’এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা সমবায় কাযার্লয় ও সমবায়ীদের আয়োজনে র‍্যালি, আলোচনা সভা ও কৃতি সমবায়ীদের সম্মাননা প্রদানের মধ্যদিয়ে ঠাকুরগাঁওয়ে ৪৮তম জাতীয় সমবায় দিবস উদযাপন হয়েছে।

গতকাল শনিবার জেলা প্রশাসন চত্বরে প্রধান অতিথি হিসেবে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রনালয় সম্পর্কীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি। পরে সেখান থেকে এক বণার্ঢ্য র‍্যালি বের হয়ে জেলা পরিষদ অডিটরিয়াম বিডি হলে গিয়ে শেষ হয়।

আলোচনা সভায় জেলা প্রশাসক ড.কেএম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও ১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি ।


বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)নুর কুতুবুল আলম,অতিরিক্ত পুলিশ সুপার স্যামুয়েল স্যাংমা,সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী,জেলা সমবায় কর্মকর্তা আবদুর রউফ প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় কর্মকর্তা রেজাউল করিম ,জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ এর সভাপতি আব্দুল মজিদ আপেল, জেলা কেন্দ্রীয় আখচাষী সমবায় সমিতি লিঃ এর সভাপতি দেবাশীষ দত্ত সমীর,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোদাচ্ছের হোসেনসহ বিভিন্ন সমবায় সংগঠনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে আরডিএস কৃষি সমবায় সমিতির সভাপতি মোঃ আলমগীর হোসেনকে বিশেষ সম্মাননা ও মূন্সিরহাট মহিলা সমবায় সমিতিসহ শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে সম্মাননা স্বারক হিসেবে ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ। অনুষ্টানটি সঞ্চালনা করেন শাহেদা চৌধুরী।

নুরে আলম শাহ : ঠাকুরগাঁও প্রতিনিধি

Some text

ক্যাটাগরি: খবর, নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি