ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বুল বুল,”ঘন্টায় প্রায় ৮৮ কিলোমিটার বেগে ছুটছে ঘূর্ণিঝড় বুলবুল। উপকূলীয় শহরগুলোকে মহা ১০ নং বিপদ সংকেত জানিয়েছে আবহাওয়া অফিস।
সন্ধ্যায় আঘাত হানতে পারে বরগুনা, ভোলা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরায় মহা ১০নং এবং চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষিপূর, ফেনী, চাঁদপুর ৯ নং বিপদ সংকেত জানানো হয়েছে।
চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষিপূর, ফেনী, চাঁদপুর অঞ্চলগুলোতে ঘন্টায় ১০০/১২০কিলোমিটার বেগে ভাড়ি ব্রিষ্টিপাত হওয়ার সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া অফিস। উপকূলীয় অঞ্চলগুলোতে মাইকিং করে সতর্ক করছে প্রশাস। মোংলা-পায়রা ও চট্টগ্রাম বন্দরের সকল কার্যক্রম বন্ধ।সারাদেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা জানিয়েছে বিআইডাব্লিউটিএ। চট্টগ্রাম বন্দরের জাহাজগুলোকে কর্ণফূলিতে সরিয়ে নেয়া হয়েছে।
অন্যদিকে ঘোর্ণীঝর বুলবুল এর প্রভাবে সারাদেশে সকল বোর্ডের পরিক্ষা স্থগিত জানিয়েছেন জাতীয় শিক্ষাবোর্ড। জে,এস,সি পরিক্ষা ১২তারিখ এবং জে,ডি,সি,পরিক্ষা হবে ১৪ তারিখ। বিশ্ববিদ্যালয়ের পরিক্ষাও স্থগিত এখনো জানানো হয়নি পরিক্ষার সম্ভাব্য তারিখ।
আশরাফুল সুমন : অনলাইন এক্টিভিস্ট
Some text
ক্যাটাগরি: মতামত
[sharethis-inline-buttons]