শুক্রবার দুপুর ২:২৭, ১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ১৫ই নভেম্বর, ২০২৪ ইং

কবিতা: “মন্দবাগ ট্র্যাজেডি”

৭২৭ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ফুল তুমি রাতে ফুটিয়া প্রভাতে গেলে ঝরে
তোমার নিরবতা দেখে মন যে কেমন করে।
পঁচা কানুনের বিরুদ্ধে তোমার নিরব প্রতিবাদ
মিটিয়ে দিলো আমার অপারগতার যত সাধ।
বড়ই অভিমানী তুমি যান্ত্রিক জীবনের পরে
কোন কাননে ফুটেছিলে,জন্মেছিলে কোন ঘরে?
আজ তুমি চোঁখের কোণে এক ফোটা লোনা জল
ঘুমিয়ে থাকো পরপারে যেথায় জান্নাত সুশীতল।

“কুল্লু নাফসিন যাইক্বাতুল মাউত”
প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে।
সুরা আলে ইমরান,[ আয়াত ১৮৫ ]

কবি এস এম শাহনূর

Some text

ক্যাটাগরি: কবিতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি