দ্বীপ জেলা ভোলার বোরহানউদ্দিন উপজেলার ঈদগাঁহ মাঠে গত-২০ ই অক্টোবর প্রিয়নবী হযরত মোহাম্মদ (সঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে অনাকাঙ্খিত ঘটনায়, নিহত তিন পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন, আমেরিকান ভোলা ডিস্ট্রিক্ট এসোসিয়েশন নামে একটি সংগঠন।
তিন পরিবারের সদস্য মাহাফুজ, শাহিন ও রায়হানের হাতে এই অনুদান প্রদান করা হয়। বাড়ি ঘর ভাংচুরের ঘটনায় উপজেলার ভাওয়ালবাড়ির হিন্দু পল্লির সত্য প্রসাদ দে, রাজিব চন্দ্র দে, নারায়ন চন্দ্র দে, কাজল চন্দ্র কে সহ প্রতিমা ভাংচুর করা মন্দিরে ও আর্থিক সহায়তা করা হয়।
২২ই নভেম্বর রোজ শুক্রবার বিকেলে (ভোলা ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অফ ইউ এস এ, ইনক)’র প্রতিনিধি দলের আমেরিকান প্রবাসি উপজেলার হাসান নগর ইউনিয়নের ঐতিহ্যবাহী
ভূঁইয়া বাড়ির কৃতি সন্তান মোঃ রুহুল আমিন ভূইয়া এ অর্থ প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন টবগী ইউনিয়নের ইউপি সদস্য মোঃ এনামুল করিম, বিশিষ্ট সমাজ সেবক মোঃ হেলাল উদ্দিন (নয়ন)সহ স্থানীয় গন্য-মান্য ব্যক্তিবর্গ।
হাসনাইন হাওলাদার : ভোলা থেকে
Some text
ক্যাটাগরি: মতামত
[sharethis-inline-buttons]