ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে সরকারি বিধি নিষেধকে উপেক্ষা করে প্রকাশ্যে শিকার ও বিক্রি হচ্ছে মা ইলিশ। উপজেলার অরুয়াইল বাজারে প্রতিদিনই বিক্রি হচ্ছে মা ইলিশ। স্থানীয় কতিপয় প্রভাবশালী পাইকারের সহযোগিতায়ই সেখানে চলছে এ অবৈধ কাজ। প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, গত ৩০ সেপ্টেম্বর রাত থেকে সারা দেশে ইলিশ মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারী করেছে সরকার। একাধারে ২২ দিন কোথাও ইলিশ মাছ ধরা নিষেধ। কিন্তু এ আদেশ মানছেন না অরুয়াইলের অনেক মৎস্যজীবি। তারা প্রত্যেক দিন মেঘনা নদী থেকে মা ইলিশ ধরছেন। আর বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত অরুয়াইল বাজারে দেদারছে বিক্রি করছেন মা ইলিশ।
সরাইল উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াঙ্কা বলেন, অরুয়াইল এলাকায় ইলিশ মাছ ধরে প্রকাশ্যে বাজারে বিক্রয়কারীদের বিরুদ্ধে দ্রæতই ব্যবস্থা নেওয়া হবে।
শেখ মো. ইব্রাহীম, সহ-সম্পাদক
Some text
ক্যাটাগরি: খবর
[sharethis-inline-buttons]