ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দেশীয় অস্ত্র সমর্পণ ও শান্তির পক্ষে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহাদাত হোসেন টিটো’র পরিকল্পনায় ও নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাঁও গ্রামবাসীর উদ্যোগে ‘দাঙ্গামুক্ত সরাইল গড়ার লক্ষ্যে মঙ্গলবার (১অক্টোবর) বিকালে নোয়াগাঁও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা। বিশেষ অতিথি ছিলেন, সিনিয়র সহকারি পুলিশ সুপার (সরাইল সার্কেল) মোঃ মকবুল হোসেন, সরাইল থানার অফিসার ইনচার্জ সাহাদাত হোসেন টিটো, জেলা পরিষদের সদস্য মোঃ পায়েল হোসেন মৃধা ও সরাইল থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ নুরুল হক প্রমুখ।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সরাইল থানার অফিসার ইনচার্জ সাহাদাত হোসেন টিটো দাঙ্গামুক্ত সরাইল গড়তে উপস্থিত সকলকে শান্তির শপথ পাঠ করান।
শেখ মো. ইব্রাহীম, সহ-সম্পাদক
Some text
ক্যাটাগরি: খবর
[sharethis-inline-buttons]