উপরে দেয়া ছবিতে যে প্রজাতিটি দেখা যাচ্ছে, এটি একটি বিরল প্রজাতির প্রজাপতি। এই প্রজাপতিগুলো শীতকালে খুব কমসংখ্যক আমাদের দেশে দেখা যায়। এই প্রজাপতিগুলোর বিশেষ সুন্দর্য হচ্ছে এরা কাল অনুযায়ী তাদের পাখার রং বদলায়।
এতো সুন্দর এই প্রজাপতিগুলো ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে আমাদের দেশ থেকে। এর জন্য আমরাই দায়ী। আমরা আমাদের পরিবেশ নষ্ট করছি প্রতিনিয়তই। এর ফলে শীতকালীন যে অতিথিপাখিগুলো আসতো তাও প্রায় বিলুপ্তির পথে। আসুন আমরা পরিবেশদূষক সব জিনিস পরিত্যাগ করি।
নতুবা আমাদের পরবর্তি প্রজন্ম হয়তো প্রকৃতির অপরুপ সুন্দর্য উপভোগ করতে পারবে না। তখন তারা মোঃতারেকুল ইসলামের মতো পকৃতি প্রেমির তোলা ছবিই দেখে বড় হতে হবে।
আসুন আমরা পরিবেশ দূষণ থেকে বিরত থাকি,”গাছ লাগাই পরিবেশ বাচাই”আমরা নিজেরাও বাঁচি।
Some text
ক্যাটাগরি: মতামত
[sharethis-inline-buttons]