সোমবার রাত ১২:০৬, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২২শে ডিসেম্বর, ২০২৪ ইং

ঠাকুরগাঁও থানায় ‘চাইল্ড হেল্প ডেস্ক’ উদ্বোধন

৫৩০ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ঠাকুরগাঁও সদর থানায় শিশু বান্ধব পরিবেশ নিশ্চিত করনের উদ্দেশ্যে “চাইল্ড হেল্প ডেস্ক” এর উদ্বোধন করা হয়। বুধবার সদর থানার ডিউটি অফিসার রুমে ডেস্কের উদ্বোধন করেন প্রধান অতিথি পুলিশ সুপার মোহা: মনিরুজ্জামান পিপিএম সেবা উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সংস্থার ঠাকুরগাঁও এপি ম্যানেজার লিওবার্ট চিসিমের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি পুলিশ সুপার মোহা:মনিরুজ্জামান পিপিএম সেবা, বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম,আবু তাহের মো: আব্দুল্লাহ,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী, ইসলামিক রিলিফ বাংলাদেশের জেলা ইনচার্জ শাহ্জাহান সিরাজ, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, সংস্থার ঠাকুরগাঁও এপির প্রোগ্রাম অফিসার সুস্ময় মানকিন ও পারুল বেগম প্রমুখ।

এ সময় সদর থানায় কর্মরত পুলিশ কর্মকর্তা, ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা-শিশু ফোরামের সদস্য ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। “চাইল্ড হেল্প ডেস্কে” ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে আকর্ষনীয় শিশু সহায়ক ডেস্ক, ফাস্ট এইড বক্স, বিভিন্ন তথ্য সম্বলিত ছোট ছোট ব্যানার, স্টিকার প্রদান করা হয়।

এছাড়াও জেলা শিশু বিষয়ক কার্যালয় ও ইসলামিক রিলিফ বাংলাদেশের পক্ষ থেকেও দেশের ইতিহাস, ঐতিহ্য, উন্নয়ন, সম্ভাবনা, মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের ইতিহাস,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ইত্যাদি বিষয়ে বই প্রদান করা হয়। এতে করে থানায় আগত শিশুসহ অন্যরা উন্নত সেবা গ্রহণ করতে পারবে।

উল্লেখ্য যে, ওয়ার্ল্ড ভিশন কর্তৃপক্ষ জানায় ২০১৩ সালের জাতীয় শিশু আইন অনুযায়ী প্রতিটি পুলিশ ষ্টেশনে ‘চাইল্ড হেল্প ডেস্ক’ স্থাপনের মাধ্যমে শিশু বান্ধব পরিবেশ নিশ্চিত করা সরকারের সুনির্দিষ্ট লক্ষ্য। এতে করে এ অঞ্চলের শিশুরা তাদের অধিকারের কথা নিজেরা প্রকাশ করতে পারবে। দিন দিন শিশু তথা জনগনের সাথে পুলিশের সম্পর্ক উন্নয়নের মধ্য দিয়ে সেবার মান বৃদ্ধি পাবে বলে জানানো হয়।

নুরে আলম শাহ : ঠাকুরগাঁও প্রতিনিধি

Some text

ক্যাটাগরি: খবর

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি