বৃহস্পতিবার রাত ১১:১৭, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৬শে ডিসেম্বর, ২০২৪ ইং

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় মাদরাসা শিক্ষিকার মৃত্যু

৫৯৬ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ঠাকুরগাও- রুহিয়া সড়কের বলদিয়া পুকুর নামক স্থানে যাত্রীবাহী পাগলু উল্টে শাহানাজ বেগম মলি (৩৯) নামে একজন মাদরাসা শিক্ষিকার মৃত্যু হয়েছে।একই ঘটনায় আরো ৫ জন শিক্ষিকা আহত হয়েছে।তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার দুপুর সাড়ে ১২ টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত শাহনাজ বেগম মলি রুহিয়া উম্মুল মুমেনীন হযরত খাদিজাতুল কোবরা (রহ:) বালিকা দাখিল মাদরাসার সহকারী শিক্ষিকা।

তিনি সোমবার সকালে পাগলু গাড়িতে করে ঠাকুরগাঁও শহরের বাসা হতে রুহিয়ায় কর্মস্থলে ফিরছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল সাড়ে ৯ টায় পাগলু গাড়িতে করে শিক্ষিকা শাহনাজ পারভীন মলি ও তার সহকর্মী শিক্ষিকারা রুহিয়া অভিমুখে যাচ্ছিল।

পথিমধ্যে ঠাকুরগাঁও -রুহিয়া সড়কের বলদিয়া পুকুর নামক স্থানে পৌছলে একজন সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে পাগলু গাড়িটি রাস্তার পাশে খাদে পড়ে গেলে পাগলুর ৭ যাত্রী আহত হয়।

তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর অবস্থায় আহত মাদরাসা শিক্ষিকা শাহনাজ বেগম মলিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রুহিয়া উম্মুল মুমেনীন হযরত খাদিজাতুল কোবরা বালিকা দাখিল মাদরাসার সুপার দবিরুল ইসলাম মলির মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি রুহিয়া থানাধীন ঘনিমহেশপুর গ্রামের মকবুল হোসেনের স্ত্রী।

নুরে আলম শাহ : ঠাকুরগাঁও প্রতিনিধি:

Some text

ক্যাটাগরি: খবর

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি