ঠাকুরগাঁওয়ে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালনের জন্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে কালেক্টর চত্বর থেকে বেলুন উড়িঁয়ে এ দিবসের উদ্বোধন করা হয়।
র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটোরিয়ামে
এস শেষ হয়।
পরে সেখানে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আলোচনা সভায় মাঈশা মাহাবুব নকশীর সভাপতিত্বে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ডঃ কেএম কামরুজ্জামান সেলিম।
হাজেরা তানজিম জীমেের সঞ্চালনায় আরও অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী,।
জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান কর্মকর্তা মনোয়ারা চৌধুরী, সাবেক জেলা ক্রীড়া অফিসার আবু মোঃ আবু মহিউদ্দিন প্রমুখ।
উল্লেখ্য শিশু অধিকার সপ্তাহ ৭ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ঠাকুরগাঁও জেলা শিশু এ কর্মসূচি একাডেমিতে পালিত হবে ৷ উক্ত র্যালীতে জেলার বিভিন্ন সরকারী ও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিশুরা অংশগ্রহন করে।
নুরে আলম শাহ::ঠাকুরগাঁও প্রতিনিধি
Some text
ক্যাটাগরি: খবর, নাগরিক সাংবাদিকতা
[sharethis-inline-buttons]