“কন্যা শিশুর অগ্রযাত্রা, দেশের জন্য নতুন মাত্রা”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উদযাপিত হয়েছে।
শুক্রবার সকাল ১০ টায় ( ১১ অক্টোবর ) দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক
আলোচনা সভা ও দুপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতা
অনুষ্ঠিত হয়।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোহা: জবেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীলাব্রত কর্মকার, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার সাহা,জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মনোয়ারা চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি দ্রোপদী আগারওয়াল,ওয়াল্ড ভিশনের এপি ম্যানেজার লিওবার্ট চিসিম প্রমুখ।
আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা নারী অধিকার, বাল্য বিয়ে রোধ, মেয়েদের শিক্ষা-দক্ষতা ও চাকুরীর সম্ভাবনা সহ বিভিন্ন তাৎপর্যপূর্ণ দিক তুলে ধরেন।
এসময় হাজেরা তানজিমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক তাপস দেবনাথ, কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ইব্রাহিম হাবিব,আরাজি সিং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সুলতানা বিলকিস বানু সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেড় শতাধিক কন্যা শিশু অংশ নেয় এবং আলোচনা শেষে জেলা শিশু একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহণ করে।
নুরে আলম শাহ::ঠাকুরগাঁও প্রতিনিধি:
Some text
ক্যাটাগরি: খবর
[sharethis-inline-buttons]