রবিবার সকাল ১১:৪৫, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২২শে ডিসেম্বর, ২০২৪ ইং

কোথায় আমারা স্বাধীন

৫৮৫ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

মানুষ্য মানুষে

হতে পারে বন্ধু

রাষ্ট্র – রাষ্ট্রেও

হতে পারে বন্ধু

 

দেশ মানুষের স্বার্থে

করতে পারে চুক্তি

অবৈধ্য  চুক্তিতে হানা

দিতে পারে মানব জাতি।

 

যে তরুণ তরুণী

দেশ করেছে স্বাধীন

তাদের মত এক তরুণ

প্রতিবাদে স্বাধীন দেশে

দিতে হয়েছে কেন প্রাণ?

 

আজ কোথায় আছে দেশ?

কোথায় আমরা স্বাধীন?

স্বাধীন নামে আছি নিরাধীন।

 

হে বাঙালি

পুনরায় সোনার বাংলা চাও

তবে

ধর্ষন মুক্ত সমাজ দাও

দুর্নিতি মুক্ত দেশ দাও

সত্য প্রকাশে অবিরাম

কলম ঘুরাতে দাও।

————————–

কিশোরগঞ্জ খিলপাড়া

—–মাহমুদ নাঈম

Some text

ক্যাটাগরি: কবিতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি