কী চাও অসভ্য মানবীয় দানব?
প্রানিজ অামিষ
না জীবাশ্ম জ্বালানি?
কোনটি উপাদেয় খাবার
তোমার চিন্তনের কেন্দ্রে
প্রশ্ন ছুঁড়ে দাও মনের অাঙিনায়,
অদম্য বর্বরতায় অবগাহনে
শান্তি নিকেতননের সন্ধান করো!
একটু থমকে দাঁড়াও
বিবেকের বাতায়নে হিমেলের পরশ নাও।
অ্যালভেলীয় ধমনী নিস্তেজ হলে
ফুসফুস নাকি চুপসে যাওয়া বেলুনy
চিনবে কী করে?
পাঁজরের খাঁচায় বাসা বাঁধবে
ভাইরাস না ব্যাকটেরিয়া
হিসেব কষে নাও
মানস ক্যালকুলেটরে,
স্বর্ণ কমলের মনি মানিক্য
জমা হবে কোন কোষাগারে!
সময়ের বৃত্ত পূর্ণতা পাবার অাগে
পরিিধিটা কেটে বেরিয়ে অাসো
সততার স্বর্গ রাজ্য স্পর্শ করো
চিরন্তন সুখের সন্ধান পাবে নিশ্চিত।
কী চাও অসভ্য মানবীয় দানব?
প্রানিজ অামিষ
না জীবাশ্ম জ্বালানি?
কোনটি উপাদেয় খাবার
তোমার চিন্তনের কেন্দ্রে
প্রশ্ন ছুঁড়ে দাও মনের অাঙিনায়,
অদম্য বর্বরতায় অবগাহনে
শান্তি নিকেতননের সন্ধান করো!
একটু থমকে দাঁড়াও
বিবেকের বাতায়নে হিমেলের পরশ নাও।
অ্যালভেলীয় ধমনী নিস্তেজ হলে
ফুসফুস নাকি চুপসে যাওয়া বেলুন
চিনবে কী করে?
পাঁজরের খাঁচায় বাসা বাঁধবে
ভাইরাস না ব্যাকটেরিয়া
হিসেব কষে নাও
মানস ক্যালকুলেটরে,
স্বর্ণ কমলের মনি মানিক্য
জমা হবে কোন কোষাগারে!
সময়ের বৃত্ত পূর্ণতা পাবার অাগে
পরিিধিটা কেটে বেরিয়ে অাসো
সততার স্বর্গ রাজ্য স্পর্শ করো
চিরন্তন সুখের সন্ধান পাবে নিশ্চিত।
গন্ধে স্পর্শে সততা
মোহাম্মদ সাইফুল ইসলাম
রচনাকালঃ ২৮/০৮/২০১৯
Some text
[sharethis-inline-buttons]