বুধবার সকাল ৭:৩৪, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৫শে ডিসেম্বর, ২০২৪ ইং

স্বপ্নে আসা পৃথিবীতে

৫৯১ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

পৃথিবী নামক গ্রহে আমি আসিয়াছি

স্বপ্নের সোয়ার মায়ের মাধ্যমে

এটা স্বর্গ নয়, নরকে যেন আছি।

তবুও যেন জাগ্রত হতে রাজি নয় প্রথমে।

স্বপ্নের বেশে গুরিফিরি নেই স্থায়ী ঠিকানা তবুও যেন ঘুম ভাঙ্গতে গিয়ে

শুরু হয় চারপাশে কান্না।

ছিলাম স্বর্গে, ঘুমের বেশে এসে গেছি নরকে

যাবার নেই কোন পথ, খুলা আছে জাগ্রত হবার পথ ক্ষণিকে।

স্বপ্নের ঘুমন্ত অবস্থায় করিয়াছি বহু পাপ
যদি থাকিত মাবুদ হুশ করিতাম না এমন,করে দাও মাপ।

তবুও যেন নিয়তির অন্তরালে হয়ে যায় ভুল

মহান প্রভু দয়া দ্বারা সৃষ্টি করবে স্বর্গে ফুল।

মহান প্রভুর সৃষ্টি লীলা বুঝা বড় ধায়

তবুও যেন জাগ্রত থাকিলে পেয়ে যেথাম প্রভু আপনারে।

কেন করিলেন প্রভু ঘুমন্ত জাগ্রত রাখিয়া খুলে দিতেন অন্তর অন্তত।

প্রভুর কাছে মোদের এই প্রার্থনা

হাশর, মিযান, ফুলছেরাতে করে যেন

পাপের সদা মার্জনা।

 

গোলাম কিবরিয়া

Some text

ক্যাটাগরি: কবিতা, নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি