শুক্রবার রাত ১২:০৭, ১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ১৪ই নভেম্বর, ২০২৪ ইং

সরাইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

৫৫০ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে সরাইল অন্নদা সরকারি উচ্চবিদ্যালয় খেলার মাঠে সরাইল সদর ইউনিয়ন একাদশ ও শাহবাজপুর ইউনিয়ন একাদশের মধ্যে উক্ত খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর। সরাইল উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি এএসএম মোসার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত খেলায় সরাইল উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অ্যাডভোকেট নাজমুল হোসেন, যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবদুর রাশেদ, সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদ খালিদ জামিল খান, সরাইল উপজেলা শিক্ষা অফিসার আবদুল আজীজ, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার, শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রাজিব আহমেদ, সরাইল উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম ফরিদ, উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মাহফুজ আলী উপস্থিত ছিলেন। উক্ত খেলায় শাহবাজপুর ইউনিয়ন একাদশকে ট্রাই বেকারে ৫-৪ গোলে পরাজিত করে সরাইল সদর ইউনিয়ন একাদশ বিজয় লাভ করে। উক্ত খেলায় রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন, আবদুল্লাহ আল মতিন। খেলা শেষে উক্ত মাঠে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

শেখ মো. ইব্রাহীম, সহ-সম্পাদক, দেশ দর্শন

Some text

ক্যাটাগরি: খবর, নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি