ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদ্রাসা ছাত্র মো. ফখরউদ্দিন রাজি (১৫) নিখোঁজ হওয়ার ১১ দিনেও খোঁজ মেলেনি। অবশেষে নিখোঁজ ছাত্রের মাতা মোছা. রাফিয়া বেগম বুধবার সরাইল থানায় উপস্থিত হয়ে ছেলেকে ফিরে পেতে সাধারণ ডায়েরি (জিডি) করেন। পুলিশ ও নিখোঁজ ছাত্রের পরিবার জানায়, সরাইল উপজেলার নোয়াগাঁও মাকযানুল উলুম মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্র ও জেলার নাসিরনগর উপজেলার গোকর্ণ গ্রামের আব্দুল বাছির মিয়ার ছেলে ফখরউদ্দিন রাজি গত ২৫ আগস্ট গ্রামের বাড়ি থেকে দুপুরের পর রওয়ানা হয়ে মাদ্রাসায় আসে। পরবর্তীতে তার খোঁজ-খবর না পেয়ে পরিবারের লোকজন মাদ্রাসায় এসে রাজির খোঁজ করলে শিক্ষকরা জানান, ২৫ আগস্ট বিকেল ৫ টার দিকে রাজি মাদ্রাসায় আসে। কিছুক্ষণ পর সে মাদ্রাসা থেকে বেরিয়ে কোথাও চলে যায়। কিছু বলে যায়নি। এদিকে মাদ্রাসা থেকে ছেলের এ নিখোঁজ হওয়ার খবর নিশ্চিত হয়ে রাজির মা বিভিন্ন স্থানে খোঁজখুঁজি করেও ছেলের সন্ধান পায়নি।
এ ব্যাপারে সরাইল থানার মো. নুরুল হক (তদন্ত) জানান, নিখোঁজ ছাত্রের সন্ধান করতে পুলিশ প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে।
শেখ মো.ইব্রাহীম, সহ-সম্পাদক, দেশ দর্শন
Some text
ক্যাটাগরি: খবর, নাগরিক সাংবাদিকতা
[sharethis-inline-buttons]