ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস- যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।“তথ্য সবার অধিকার, থাকবেনা কেউ পিছনে আর”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সরাইল উপজেলা প্রশাসনের নেতৃত্বে ও দেওড়া মিতালী সমাজ কল্যান সমিতির সার্বিক সহায়তায় দিবসটি পালন উপলক্ষে রবিবার সকালে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে দেওড়া মিতালী সমাজ কল্যান সমিতির সভাপতি ও সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব খান বাবুল এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার এএসএম মোসা। সরাইল উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি পেশার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উক্ত র্যালি ও আলোচনা সভায় অংশ গ্রহণ করেন।
শেখ মো. ইব্রাহীম, সহ-সম্পাদক
Some text
ক্যাটাগরি: খবর
[sharethis-inline-buttons]