আশ্বীনের এই সকালটাতে
হালকা বাতাস বয়,
কামিনীরা সুবাস ছড়িয়ে,
জীবনের কথা কয়,
বিলের ধারের কাশফুলে
মনটা উদাস হয়,
নীল আকাশের শুভ্র মেঘ
শান্ত হয়ে রয়।
রবির কিরণ ঠিকরে পড়ে
পুরো ভূবনময়,
ডালে ডালে ফুলের হাসি
হৃদয় করে জয়,
এইতো রোদ,এইতো বৃষ্টি,
কখনোবা খন্ড প্রলয়,
মধ্য শরৎ বুঝে ওঠা
এতো সহজ নয়!
সিত্তুল মুনা সিদ্দিকা : শিক্ষিকা ও কবি
Some text
ক্যাটাগরি: কবিতা
[sharethis-inline-buttons]