বুধবার দুপুর ১২:৪৩, ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ. ১৩ই নভেম্বর, ২০২৪ ইং

প্রকৃতিতে ভাসা বহুড়ি

৫৬২ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

সকালের শুভ্র আর গন্ধে ভরা সূর্যের কিরণ

চতুর্দিকে তূরী বাজে ইলার বুকে এ যে এক মহামিলন।
নীলাম্বুর কলকল শব্দের মাধুর্য
কপোত-কপোতী ধরে বসে আছে ধৈর্য।

শরৎতের সিগ্ধ কুয়াশায় ভেজা দূর্বাঘাস
রমনী তার কোমল পায়ে হাটে ইলার বুকে বারো মাস।
চন্দ্র তারা উদিত হয় নক্ত আকাশে
বহুড়ি তার অলক উড়ায় নন্দ কাননে।

পশ্চিমাকাশে বলাহক ডাকে পরিভ্রস্ট সুরে
বৃষ্টি আর ঝড় আসে বায়ুর বেগের তরে।
বালিকা তার বরাঙ্গ ও মন দিয়ে
অবকাশে আছে পংকজ বেশে আমায় নিয়ে।

বালিকার সুখে গুনগুনিয়ে ভ্রমর এলো
কমল বনে আমায় স্পর্শ ছড়ালো।
এতে আমার মধ্যে আনন্দের অনুভূতি জাগালো।

বালিকা তুমি না এলে মিথ্যা হতো সন্ধ্যা তারা ওঠা
মিথ্যা হত কানুনে ফুল ফোটা।
ইলার বুকে হাসি আর আনন্দের তুলেছ জোয়ার
তুমায় নিয়ে ভাসব আমি যুগ-যুগান্তরের ভেলায়।

গোলাম কিবরিয়া, লেখক ও বিশেষ প্রতিনিধি।

 

Some text

ক্যাটাগরি: কবিতা, নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি