কবে কোন কালে প্রেয়সী ডুবেছিল জলে,
ডুবুরীর পোশাকে প্রেম সমুদ্রের তলদেশে
মুক্তা মানিক এনেছিল সেঁচে!
স্মৃতির অাঙিনায় কড়া নেড়ে বার বার
দেখেছি বহুবার খিল অাঁটা দরজায়
চির ঘুমন্ত স্মৃতিরা জাগেনি একবার!
কম্পনের মাত্রা হিমায়িত মেগা ফ্রিজে
কম্পাঙ্ক চলে গেছে বিশের নিচে!
জীবনের বন্দরে কোলাহলের ভিড়ে
প্রতি নিয়ত ভাগ্যাকাশে
নতুন নতুন সুখ তারা হাসে,
অাসল নকলের মিলিত স্বরে
সবই কেবল উসকো খুশকো লাগে,
খরস্রোতা নদীর তটে স্মৃতি রোমন্থনে
লাভ ক্ষতির হিসেব কষে ক’জনা চলে!
সমুদ্রের দ্বারে নদীর মোহনায়
নুড়ি পাথর মাঝে মধ্যে খচখচ করে
ডুবুরী ছাড়া কেবা তারে নাড়াচাড়া করে!
ইতিহাস গড়তে মত্ত ডুবুরী
বহমানতার বাঁকে নৃতাত্ত্বিক গবেষণায়
নতুন নতুন শিলালিপি খোঁজে,
অক্সিজেন বক্সে সংকেতের তাড়ায়
বার বার খালি হাতে ফিরে অাসে।
কঙ্কাল মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হয়,
হররোজ রোজায় পাকস্থলির রওজায়
হাইড্রোক্লোরিক এসিড টগবগে ফুটে।
জীবন সংগ্রামে কাফনে দাফনে
অাতর লোবানের সুবাস ভাসে।
জীবনের অবশেষ ইতিহাস পাড়ি দেয়
দৃষ্টি ভ্রমে অলক্ষ্যে হয় অাপাত নিঃশেষ।
অঃ রওজায়
মোহাম্মদ সাইফুল ইসলাম
রচনাকালঃ০৯/০৯/২০১
Some text
ক্যাটাগরি: মতামত
[sharethis-inline-buttons]