ভালো কথায় রাঙ্গায় চোখ
মেজাজ করে গরম!
কলির কালের এ কোন দশা
বলতে লাগে শরম।
বাড়াবাড়ি করছে সবাই
যে যার মতো করে
ঘুষ ছাড়া চলে না এখন এক মহূর্তের তরে।
ভালো লোকের নেই কোন সমাজে সম্মান
আছে যত মন্দ আর মূর্খদের মান।
সমাজ এখন চলছে উল্টো
রাখবে কি তার মান!
মনের বিলাসে শিক্ষিত যুবারা করছে ফান।
চাকুরী এখন সোনার হরিন
কতই না হুড়াহুড়ি করতে হয় অম্লীন।
মিলবে কি সত্যিকারের মেধার যাচাই?
টাকা ছাড়া হয় না এখন চাকুরী নামের সানাই।
গরীব -দুঃখী মেধাবী ছাত্ররা হয় অবমূল্যায়ন
খাসমহল এর বাসিন্দা আর জমিদাররা এখন পায় মূল্যায়ন।
গর্জে উঠবে একদিন ছাত্র সমাজ
দূর হবে দূর্নীতির করাল গ্রাস।
গোলাম কিবরিয়া
Some text
ক্যাটাগরি: কবিতা
[sharethis-inline-buttons]
চমৎকার