মঙ্গলবার সকাল ৭:১০, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৪শে ডিসেম্বর, ২০২৪ ইং

ঠাকুরগাঁওয়ে ৩ কোটি টাকা ব্যয়ে রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন

৫৬২ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ঠাকুরগাঁওয়ে ৩ কোটি ২৯ লক্ষ টাকা ব্যয়ে দুটি পাকা রাস্তাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৪ আগস্ট) সকালে সদর উপজেলা জগন্নাথপুর ইউনিয়নে ওই দুটি রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

জগন্নাথপুর ইউনিয়নের এলজিইডির তত্ত্বাবধানে দিনাজপুর আরএইচডি হতে খোচাবাড়ি জিসি ভায়া নারগুন বোর্ড অফিস পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তা পাকাকরণ কাজে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ১৯ লক্ষ টাকা ও নারগুন দিঘি হতে বীরগঞ্জ বোর্ড পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তা পাকাকরণ কাজের ব্যয় ধরা হয়েছে ১ কোটি ১০ লক্ষ টাকা।

উদ্বোধন শেষে ট্রাক টার্মিনাল চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ রমেশ চন্দ্র সেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেষ্টা করছে দেশের সকল মানুষ যেন সুখে থাকে। সেই লক্ষ্য নিয়ে আওয়ামী লীগ সরকার দেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন করছে। এখন প্রত্যেকটি গ্রামকে শহরে রূপ দেয়া হচ্ছে। খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশ হবে মধ্যম আয়ের দেশ। আর এজন্য সকলের সহযোগিতা চান তিনি।

জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দীনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, উপজেলা এলজিইডির প্রকৌশলী নুরুজ্জামান সরদার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াফু তপু, জগন্নাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গণেষ ঘোষ, জগন্নাথপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি রায়হান প্রমুখ।

নুরেআলম শাহ,ঠাকুরগাঁও

Some text

ক্যাটাগরি: খবর

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি