জেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে,শোভাযাত্রা,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসন চত্বর থেকে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে নানান সাজে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন চত্বরে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক ডঃ কেএম কামরুজ্জামান সেলিম, সদর উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোহা:জবেদ আলী,মহিলা আওয়ামীলীগের সভাপতি দ্রৌপদী দেবী আগারওয়াল, জেলা ও উপজেলার আওয়ামী লীগের নেতৃবৃন্দ,ব্র্যাক ম্যানেজার গোলাম মোস্তফা,সাবেক ক্রীড়া অফিসার আবু মহিউদ্দিনসহ সরকারি বেসরকারি সংগঠনের কর্মকর্তা বৃন্দ।
জেলা শিল্পকলা ও শিশু একাডেমীর আয়োজনে
শিল্পকলা একাডেমির মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া নিশ্চিন্তপুর থিয়েটার কতৃক মনোমুগ্ধকর নাটক পরিবেশিত হয়েছে।
সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।
নুরে আলম শাহ:: ঠাকুরগাঁও প্রতিনিধি:
Some text
ক্যাটাগরি: খবর, নাগরিক সাংবাদিকতা
[sharethis-inline-buttons]