বৃহস্পতিবার রাত ১১:৩৬, ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ. ১৪ই নভেম্বর, ২০২৪ ইং

ঠাকুরগাঁওয়ে চকমিল উচ্চ বিদ্যালয়ে বেঞ্চ নির্মাণের জন্য একলক্ষ টাকা প্রদান করেন জেলা প্রশাসক

৫২৬ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ঠাকুরগাঁও সদর উপজেলার ১৩ নং গড়েয়া ইউনিয়নের চন্ডিপুরে চকমিল উচ্চ বিদ্যালয়ে (১৮ সেপ্টেম্বর) বুধবার বিকেলে বেঞ্চ নির্মাণের জন্য এক লক্ষ টাকার চেক প্রদান করেন।

এর আগে শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন এর কর্মসূচি হিসেবে জেলা প্রশাসক ডঃ কেএম কামরুজ্জামান সেলিম চকমিল উচ্চ বিদ্যালয়ে পরিদর্নশনে যান। সেই সময় চকমিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম সরকার জেলা প্রশাসকের কাছে ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান উন্নয়নে বেঞ্চ সংকুলানের বিষয়টি তুলে ধরেন। শিক্ষার্থীদের বেঞ্চ সংকুলানের বিষয়টি বিবেচনা করে এবং কোমলমতি শিশুদের মেধা বিকশিত হওয়ার লক্ষ্যে বেঞ্চ নির্মাণের জন্য এক লক্ষ টাকা প্রদানের প্রতিশ্রুতি দেন।

জেলা প্রশাসক ডঃ কে এম কামরুজ্জামান সেলিম আজ প্রতিশ্রুতিকৃত বেঞ্চ নির্মানের জন্য অর্থ বরাদ্দ করেন।
এছাড়া ২ টি সোলার লাইট ও কয়েক বান্ডিল টিন প্রদান করেন। এবং তিনি কাজের অগ্রগতি দেখতে পুনরায় স্কুলটি পরিদর্শন করেন।

এ সময় চকমিল উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও প্রধান শিক্ষকসহ শিক্ষক-শিক্ষিকা মন্ডলী তার এ সহযোগিতায় তাকে ধন্যবাদ জানান। পরে তিনি চকমিল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনার মান দেখতে প্রাথমিক বিদ্যালয়টি পরিদর্শন করেন।

নুরে আলম শাহ::ঠাকুরগাঁও প্রতিনিধি:

Some text

ক্যাটাগরি: খবর

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি