কখনোই সারথী আমায় করে না অবহেলা,
যদি ও আমার হস্ত থাকে রিক্ত,
আমায় সবসময় রাখে ভালোবাসায় সিক্ত।
সারথী আমায় প্রেমভুবনে রাখে সর্বদা,
প্রতিষ্ঠা পায় এই ইলার বুকে নতুন ভালোবাসার মর্যদা।
হাসি খুশি মন নিয়ে কাটে তার বারো মাস,
প্রতি নিয়ত’ই আমি খায় তার রুপের প্রতি সর্বদা ক্রাশ।
শরৎতের এই স্নিগ্ধ রুপের ছোয়ায়,
সারথী আমায় রেখেছে আনন্দের ভেলায়।
রুপ লাবণ্য আর মুচকি ভরা তার হাসি,
আমায় করেছে তার প্রেম ভুবনের যাত্রী।
সবুজ সোনালী এই প্রকৃতি,
সারথী আমায় বিহঙ্গ সুর তুলে করেছে পাগল তার প্রতি।
এই আকাশে বাতাসে যাহার আছে গন্ধ মিশে,
আমি সেই সারথীর অপেক্ষায় এখন ও আছি পাশে।
বিধাতার পরম ইচ্ছায়,
এই রকম জীবন সঙ্গী দান করিয়েছে আমার প্রার্থনায়।
যুগ যুগান্তরে যে থাকবে সাথে,
সে আমার কাছে স্বপ্নময়ী সারথী বেশে আসবে দিন এবং রাত্রে।
গোলাম কিবরিয়া : অধ্যায়ণরত- অনার্স ১ম বর্ষ এবং লেখক ও প্রাবন্ধিক
Some text
ক্যাটাগরি: কবিতা
[sharethis-inline-buttons]