বৃহস্পতিবার দুপুর ১:১৭, ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ. ১৪ই নভেম্বর, ২০২৪ ইং

মৃত্যুর অবিনাশী ডাক

৫৬২ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

মৃত্যুর অবিনাশী ডাক

নিস্তব্ধ নিঝুম গূঢ় রাত্র
কুনো ব্যঙ্গের আহাজারি ক্ষনিকের মধ্যে বন্ধ হল মাত্র।
চড়ুই পাখির আচমকা শব্দের বুলি
কাশবনের নড়া বাতাসের শব্দের ঝুলি
হঠাৎ!
স্তবদ্ধ ভাবে বন্ধ হয়ে দেহ কলম চলা স্থগিত হয়ে পড়ল
নিয়তির টানে যেন প্রদীপ নিভু নিভু হতে গড়ল।
অন্ধকার অনামিশায় দেহখানি মহূর্তে বস্তু পিন্ড হয়ে পড়ল।
জীবনের আয়ু অবশেষে ফুরিয়ে গেল
ভয়টা মহূর্তে নিমেষেই উড়ে দূর আকাশে স্থান করে নিল।
টেবিলে রাখা বই গুলি
হাতে ধরা কলমখানি
আর যে চলেনি!
সবকিছুই যেন অতল গহ্বরে হারিয়ে গেল,আর যে ফিরে নি!!
সত্যের প্রবাহে দিলাম পাড়ি
রেখে গেলাম ক্ষুদ্র মোর দেহ খানি।
তড়িগড়ি করে পাড়াবে জানাযা আমায়
দিবে আমায় মাটি,আজ থেকে থাকবে শুধু স্মৃতি ঘেরা বাড়ি।
জনম জনম কাঁদবে আমার মা জননী
রাখবে স্মরণ, হাসি কান্না বেদনার দিনগুলি।
দিন মাস বৎসর হবে অতিক্রম
কেউ রাখবে না স্মরণ,করবে না মায়া জালের চক্রে ধারণ।
নিয়তির এই দীর্ঘ পথ দিয়ে পাড়ি
দন্ডায়মান হতে হবে সৃষ্টিকর্তার সামনে এই ও সবাই জানি।
এই পৃথিবীর মায়া- ছায়া আসবে না আমায় দেখিতে
সেইদিন আমায়,আসবে দয়াল নবী সুপারিশ করিতে।
প্রভুর আর্জি মতো
স্থান হবে জায়গামতো।
সৃষ্টিকর্তা খুশি যদি হন মোর ইবাদতে
পরকালে নিশ্চয় স্থান হবে জান্নাতে!

 

Some text

ক্যাটাগরি: মতামত

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি