ঈদ উল আযহা এসেছে ভাই
মানব শূন্য ঢাকা শহর তাই
মানব সবেই ফিরছে নীড়ে
পশু যবেহ করবে সবাই মিলে।দুর্বিপাক যতই হোক যাতায়াতে
ফিরছে তারা আনন্দ
ভাগ ভাগি করবে বলে।
মানব শূন্য ঢাকা শহর তাই
মানব সবেই ফিরছে নীড়ে
পশু যবেহ করবে সবাই মিলে।দুর্বিপাক যতই হোক যাতায়াতে
ফিরছে তারা আনন্দ
ভাগ ভাগি করবে বলে।
ঈদগাহে যাই টুপি মাতায় দিয়ে
নামজ শেষে পশু জবাই করবে হুজুরে,
আনন্দ আর উল্লাসে,
কোরবানি হোক সৃষ্টিকর্তার শানে।
পশু যবেহ উৎসবে
ঈদ বয়ে আসুুক আনন্দে।
কোরবানি গোস্ত ঈদের দিনে
দাওয়াত রইল সবার তরে।
————————————
মাহমুদ নাঈম
কিশোরগঞ্জ সদর
——ঈদ মোবারক——-
Some text
ক্যাটাগরি: কবিতা
[sharethis-inline-buttons]