বৃহস্পতিবার দুপুর ১:১০, ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ. ১৪ই নভেম্বর, ২০২৪ ইং

ঠাকুরগাঁওয়ে জাতীর জনকের ৪৪ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বিজয়ীদের পুরস্কার বিতরণ 

৬০৩ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, মহান স্বাধীনতার স্থপতি ও জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী, চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা (২০ অাগস্ট) মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।ঠাকুরগাঁওয়ে জাতীর জনকের ৪৪ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বিজয়ী প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। এসময় সিনিয়র সহকারী শিক্ষক সালেহা খাতুন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন,বঙ্গবন্ধু শাহাদত বার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক,মাসুমা খাতুন। সহকারি শিক্ষক, দিলীপ কুমার সাহা’র সঞ্চালনায়, প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন, প্রভাতী শাখা’র শিফট ইনচার্জ হাফেজ মোঃরশিদ আলম।

এছাড়া অন্যান্য শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন, নুর ইসলাম,শাহানুর বেগম চৌধুরী,ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক মাহবুব-উল-আলম।

সারা দেশেরন্যায় ঠাকুরগাঁওয়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে কো- কারিকুলাম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এরই অংশ হিসেবে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বক্তৃতা, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন ইভেন্টে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, পীযূষ কান্ত রায়, সহকারী শিক্ষক বিশ্বনাথ রায়সহ শিক্ষকবৃন্দ উপস্হিত ছিলেন।

দুপুরে আমানতুউল্লাহ ইসলামী একাডেমী এন্ড কলজেের অায়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান শিক্ষক সামসুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন, সাবেক ছাত্রনেতা, উপজেলা অা,লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তফা হারুন হেলালী। এছাড়া সভায় উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক, অামিনুল ইসলামসহ শিক্ষকবৃন্দ।
নুরে অালম শাহ,ঠাকুরগাঁও

Some text

ক্যাটাগরি: খবর

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি