মঙ্গলবার রাত ১২:০৮, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং

ঠাকুরগাঁওয়ে “অদম্য বাংলাদেশ কর্ণার” পরিদর্শনে অতিরিক্ত সচিব আবু হেনা মোস্তফা কামাল

৬২৪ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ভূমি আপীল বোর্ডের সদস্য -১ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব আবু হেনা মোস্তফা কামাল বৃহস্পতিবার(২২ আগস্ট) বৃহস্পতিবার সকাল ১০ টায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আদালত দর্শন করেন। ভূমি সংক্রান্ত সকল বিষয়ে আলোচনার পরে তিনি ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে নির্মিত মুক্তিযুদ্ধের ইতিহাস সম্বলিত “অদম্য বাংলাদেশ কর্ণার” পরিদর্শন করেন।
এ সময় অতিরিক্ত সচিব আবু হেনা মোস্তফা কামালকে” অদম্য বাংলাদেশ কর্ণার” ঘুরিয়ে দেখান,ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম। অদম্য বাংলাদেশ কর্ণার” এর মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তারিত ধারনা দেন জেলা প্রশাসক । উল্লেখ্য যে, ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয় তলায় গড়ে তোলা হয়েছে “অদম্য বাংলাদেশ কর্ণার”।
এতে সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ আ’লীগের নির্বাচনী ইশতেহার ২০১৮ বাস্তবায়ন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষনের তাৎপর্য,মুক্তিযুদ্ধের বিভিন্ন দালিলিক বই, ২০২০ সালে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী,বর্তমানে আমরা কোথায় আছি, কোথায় যেতে চাই, ২০৪১ সালের মিশন-ভিশন, ২০৭১ সালে সমৃদ্ধির সর্বোচ্চ শিখর স্বাধীনতার শতবর্ষ পুর্তি, মধ্যয় আয়ের দেশ স্বাধীনতার সুবর্নজয়ন্তীসহ বিভিন্ন ইতিহাস ঐতিহ্যের বর্ণনা তুলে ধরা হয়েছে। সকলের জন্য উন্মুক্ত। এসময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)নুর কুতুবুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব),আমিনুল ইসলাম,সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন,সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার সাহা,‌সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান ও ফারহানা নাসরিন ।
“অদম্য বাংলাদেশ কর্ণার” এ মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার জন্য অতিরিক্ত সচিব আবু হেনা মোস্তফা কামাল জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।

নুরে আলম শাহ,ঠাকুরগাঁও

Some text

ক্যাটাগরি: খবর

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি