শুক্রবার রাত ৩:১৬, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৬শে ডিসেম্বর, ২০২৪ ইং

সরাইলে কলেজ ছাত্র খুন

৮১০ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ইকরাম (১৭) নামে এক কলেজ ছাত্র খুন হয়েছে। মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ আগস্ট) সকালে উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের বারজীবী পাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে ওই এলাকার শহিদুল ইসলামের ছেলে ও সরাইল সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইকরামের বাড়ির পাশেই খালা লাভলী বেগমের বাড়ি।  স্বামী বাহার আলী প্রবাসী। খালার বাড়িতেই থাকতো ইকরাম। রোববার সকালে খালা লাভলী বেগম ঘরের দরজা তালা দিয়ে বাড়ির বাইরে যান। লাভলী বাড়িতে ফিরে দেখেন ঘরের দরজা খোলা। পরে ঘরের ভেতরে তল্লাশি করে খাটের নিচে একটি বস্তা দেখতে পান। সেই বস্তার মুখ খুলে দেখেন ভেতরে তার ভাগ্নে ইকরামের মরদেহ।

সরাইল থানার অফিসার ইনচার্জ মো. সাহাদাত হোসেন টিটু জানান, এক কলেজ ছাত্রের  মরদেহ করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেখ মো. ইব্রাহীম, সহ-সম্পাদক, দেশ দর্শন

Some text

ক্যাটাগরি: খবর, নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি