শুক্রবার সকাল ৬:১৪, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৭শে ডিসেম্বর, ২০২৪ ইং

কিশোরগঞ্জ বালি খোলা

১৪৬০ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি
  1. আনন্দ ভ্রমন আর সুস্থ বিনোদন
    নিয়ে গড়ে উঠেছে এ যেন এক সমুদ্র সৈকত।
    কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলায় বালি খোলা গ্রামে বর্ষনের বৃষ্টিতে অভিনব জলে কৃষি জমি তলিয়ে গড়ে উঠেছে এক সমুদ্র সৈকত।
    এই প্রচুর পানিতে চলছে মেশিন চালিত নৌকা হচ্ছে আনন্দ ভ্রমন,এই শ্রাবণের ঘুমড়ো মুখর দিনে, নানান প্রকার মানুষ আসছে আনন্দ ভ্রমনে।
    শ্রাবণের লিলা খেলা কাটে দিন কখনো কাঠফাটা রোদ কখনো ঝিরিঝিরি বৃষ্টি আর হালকা বাতাস তো রয়েই যাচ্ছে সারাবেলা বয়ে, এরই মধ্যে পরিণত হয়েছে বালি খোলা সমুদ্র সৈকতে।
    সরকারের অনবদ্য শ্রমে
    বালি খোলা সবুজ শ্যামল প্রকৃতি ঘেরা নির্দেশিত পিচ ঢালা পথ,
    কেড়ে নেয় মানবের মন।
    পানির স্রোতে হানা দিচ্ছে
    গলে যাচ্ছে মানবের মন,
    ইচ্ছে করে থেকে যায় আরো কিছুক্ষণ।
    আমাদের কিশোরগঞ্জ বালি খোলা থেকে আপনারাও ঘুরে আসতে পারেন।

Some text

ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা, বিনোদন

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি