ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার সবচেয়ে অবহেলিত গ্রাম হচ্ছে বরইচারা। এখানে হাফেজিয়া মাদ্রাসা ও সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয় ও মাদ্রাসায় যাওয়া-আসার কোনো রাস্তা নেই। কোমলমতি ছেলে-মেয়েরা কৃষি জমির আঁকাবাঁকা আইল দিয়ে সারা বছর যাতায়াত করে। প্রায়শই ছাত্র-ছাত্রীরা বই-খাতা নিয়ে পা পিছলে ধানের জমিতে পড়ে কর্দমাক্ত হয়ে যায়। গ্রামের ভেতরের রাস্তা গুলো তো চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে।
এই গ্রামে রাস্তা-ঘাট মেরামতের জন্য সরকারি বরাদ্দ আসে না বললেই চলে। গ্রামের অনেক দরিদ্র পরিবার এখনো ঝুলন্ত বাঁশের খোলা টয়লেট ব্যবহার করে। বিশুদ্ধ পানির অভাব। এরকম অসংখ্য সমস্যা এই গ্রামে। গ্রামটির জরুরি সমস্যাগুলো সমাধানের জন্য বিশেষ করে স্কুলে ও মাদ্রাসায় যাওয়া-আসার রাস্তাটি করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন এলাকাবাসী।
শেখ মো. ইব্রাহীম : সহ-সম্পাদক, দেশ দর্শন
Some text
ক্যাটাগরি: খবর, নাগরিক সাংবাদিকতা
[sharethis-inline-buttons]