ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সমতলের আদিবাসী ও দলিত জনগোষ্ঠীর অধিকারভিত্তিক উন্নয়ন বিষয়ে উপজেলা প্রশাসনের সরকারি কর্মকর্তাগণের সাথে অ্যাডভোকেসি প্লাটফর্মেরর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে রাণীশংকৈল এ্যাভোকেসি প্লাটফর্ম ঠাকুরগাঁওয়ের আয়োজনে ১৫ জুলাই সোমবার সকালে উপজেলা হলরুমে এডভোকেসি প্লাটফর্ম কমিটির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সোহাগ চন্দ্র সাহা। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা আবিদা সুলতানা, মাধ্যমিক শিক্ষা অফিসার আলী শাহারিয়ার, প্রাথমিক শিক্ষা অফিসার মোকছেদুর রহমান, উপাধ্যক্ষ মহাদেব বসাক, এনএনএমসি লিয়াজো অফিসার সুলতানা আরিফিন, জয়ভিমের কেন্দ্রিয় সভাপতি প্রসেনজিৎ দাস মলয় প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেসি প্লাটফর্মের সদস্য শামীম সরকার, উপজেলা আদিবাসী সংগঠনের সাধারণ সম্পাদক স্যামুয়েল হেমরম, ইএসডিও প্রেমদীব প্রকল্পের উপজেলা ম্যানেজার খায়রুল আলম, কমিনিউটি ফেসিলিটিউটর বাদল চন্দ্র রায় ও জেসমিন আকতারসহ আদিবাসী ও দলিত জনগোষ্ঠীর সদস্য, এলাকাভিত্তিক উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা সমতলে বসবাসরত আদিবাসী ও দলিত সম্প্রদায়ের অধিকার, উন্নয়নে খাসজমি বরাদ্দসহ তাদের শিক্ষা, সংস্কৃতি, ও সামাজিক মর্যাদা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান জানান।
হুমায়ুন কবির : রাণীশংকৈল, ঠাকুরগাঁও থেকে
Some text
ক্যাটাগরি: খবর, নাগরিক সাংবাদিকতা
[sharethis-inline-buttons]