তোমার মৃত্যু নেই
হে আমার বাংলা ভাষা !
.
তুমি আজ সালামের রক্ত স্রোতে
বয়ে গেছ ভূবন মোহনায়……. ।
.
তোমার মৃত্যু নেই
হে আমার মাতৃ ভাষা !
.
বরকতের রক্তে পেয়েছি আজ
মাকে — মা বলে ডাকার অধিকার !
.
তোমার মৃত্যু নেই
হে আমার বর্ণ মালা !
.
রফিকের রক্ত বানে ভিজেছে আজ
সাত’শো কোটি কন্ঠনালী !
.
তোমার মৃত্যু নেই
হে আমার প্রথম ভাষা !
.
জব্বারের সুরে আজ সুর মিলিয়েছে পৃথিবী ….
আমার পরিচিতি আজ তুমি
হে আমার বাংলা ভাষা ।
.
সিয়েরা লিওনের শিশু আজ গেয়ে উঠে
আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো
একুশে ফেব্রুয়ারী
আমি কি ভুলিতে পারি ?
.
তোমার মৃত্যু নেই
হে আমার বিশ্ব ভাষা !
.
৮ ই ফাগুনে আমার ভাইয়ের রক্ত আগুনে
পুড়েছে পাক – ফিরেছ তুমি
ও আমার বাংলা ভাষা
তোমার মৃত্যু নেই
মৃত্যু নেই ….. ।
.
হে আমার বাংলা ভাষা !
.
রচনা – ১২ ফাল্গুন ১৪২৩ বাংলা
২৪ শে ফেব্রুয়ারী ২০১৭ ইং
.
গোকর্ণ ঘাট – ব্রাহ্মণবাড়িয়া ।
মুঠো ফোন – ০১৯৪২ ২৪ ৩৩ ৩৬
Some text
ক্যাটাগরি: কবিতা
[sharethis-inline-buttons]