শুক্রবার ভোর ৫:৩৫, ১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ১৪ই নভেম্বর, ২০২৪ ইং

কবিতা : সততার গল্প

৫৩৫ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

একদিন এক লোক উঠলো
এক রিক্সায়।
পঁচিশ টাকা ভাড়া দিবে নিলো
কথা বলে ভাই।
রিক্সা করে প্রয়োজনে যাচ্ছিলো
সেই লোক।
রিক্সা চালকের জন্যই বেঁচে গেলো, হতো নয়তো বড় ভোগ।
সৎ লোক দুনিয়া জুড়ে অাজও
বেঁচে অাছে।
এ কথাটি গল্প শুনে বুঝে অাসলো পাছে।
বলি তবে শুনো সবাই সততার সেই গল্প।
সমাজ মাঝে এমন মানুষ অাছে খুবই অল্প।
সাহেব যিনি ছিলেন রিক্সায় যাচ্ছিলেন যে কাজে।
তার কপাল’টা ভালো অনেক নয় তো বেশি বাজে।
রিক্সা থেকে নেমে চা খাচ্ছিলেন
বসে।
রিক্সা চালক জিজ্ঞাস করলেন
তাদের কাছে এসে,
টাকা কি হারিয়ে গেছে অাপনাদের মশাই?
পকেটে হাত দিয়ে বলে অাপনি
দিলেন ভাই বাঁচাই।
ভালো মানুষ সৎ মানুষ অাছে প্রমান দিলেন।
অাপন হাত পেতে ত্রিশ হাজার টাকা ফেরত নিলেন।
সত্যি কথা বললাম যথা সৎ লোক খোরশেদ ভাই।
ময়মনসিংহে রিক্সাসহ তাকে
দেখতে পাই।

Some text

ক্যাটাগরি: কবিতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি