মঙ্গলবার রাত ৮:০১, ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ. ৫ই নভেম্বর, ২০২৪ ইং

কবিতা : মাটির ঋণ

৬৪৬ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

বালিয়াড়িতে ঠাঁই নিয়েছে, অজস্র গাঙচিল;

অগণিত ঢেউয়ের রূপ দেখে, চোখ ফেরানো মুস্কিল।

তাই এখানে আকাশ হয়েছে, ভীষণ রকম নীল;

সবুজ বনানীর সাথে রয়েছে, জীবনের কতো মিল!

 

এপাড়ে সাগর কন্যার হাওয়ায় উড়ে কেশ,

বিল-হাওড়ে আকুল করে বাঁশির সুরের রেশ;

জন্মভূমির এই মাটিতে ঋণের নেইকো শেষ,

সুপেয় জলে চির বিধৌত আমাদের বাংলাদেশ।

 

সিত্তুল মুনা সিদ্দিকা : কবি শিক্ষিকা

 

Some text

ক্যাটাগরি: কবিতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি