ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি একটু বৃষ্টিতেই হাঁটু পানির নীচে চলে যায়। পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় এই জলাবদ্ধতা। জোক, সাপ ও মাছের অভয়ারণ্য এই কল্যাণ কেন্দ্রটি। মাঝে মধ্যে সাপ ঢুকে যায় কেন্দ্র কক্ষে। ভয়ে এদিকে ওদিকে ছুটা-ছুটি করে কেন্দ্রের সেবা নিতে আসা গর্ভবতী মহিলা ও শিশুরা। জোক ও পানির ভয়ে প্রসব পূর্ববর্তী সেবা নিতে আসা মহিলারা হতাশ হয়ে বাড়ি ফিরে যায়। ছয় কিলোমিটারের মধ্যে কোন হাসপাতাল না থাকায় এই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটিই ১৭টি গ্রামের স্বাস্থ্য সেবার ভরসা। সাবেক অরুয়াইল ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান জানান,আমার সময়ে অরুয়াইল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের দক্ষিণ দিকে প্রতিরক্ষা দেওয়াল, পশ্চিম ও উত্তর দিকে বাওন্ডারি ওয়ালসহ গেইট নির্মাণ ও ৪-৫ ফুট থেকে ৮-৯ ফুট পর্যন্ত উঁচু করে মাটি ভরাট করা হয়। এছাড়া, স্বাস্হ্য কেন্দ্রের উত্তর দিকে রাস্তাসহ বাচ্চু মিয়ার বাড়ির নিকট হতে সীমানা খাল পর্যন্ত মোটা পাইপ দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছিল। পরবর্তী সময়ে পাইপ মাটি চাপা দিয়ে এখানে ড্রেন করা হলেও স্বাস্থ্য কেন্দ্রর পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা করা হয়নি। তাই এ জলাবদ্ধতা। বর্তমান ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূইঁয়া জানান, অরুয়াইল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি ভাটি এলাকার একমাত্র স্বাস্থ্য কেন্দ্র। কেন্দ্রটি পানি নিষ্কাশনের সমস্যা দীর্ঘ দিনের। পানি নিষ্কাশনের জন্য পাইপের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু একটি মহল বালু চিাপা দিয়ে পানি চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। সমস্যার সমাধান চান ভুক্তভোগী এলাকাবাসী।
শেখ মো. ইব্রাহীম: সহ-সম্পাদক, দেশ দর্শন
Some text
ক্যাটাগরি: খবর, নাগরিক সাংবাদিকতা
[sharethis-inline-buttons]