ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সদরের প্রধান সড়কটির দুইপাশের ফুটপাত অবৈধ দখলমুক্ত করার ঘোষণা দিয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। এ জন্য তিনি প্রশাসনসহ সকলের সহযোগিতা চেয়েছেন। আজ মঙ্গলবার (১৮ জুন) উপজেলা মাসিক আইনশৃঙ্খলা সভায় উপজেলা চেয়ারম্যান এ ঘোষণা দিয়ে জনসাধারণের দূর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চান।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসার সভাপতিত্বে আইনশৃঙাখলা সভায় উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর বলেন, সদরের একমাত্র প্রধান সড়কটির বিভিন্ন স্থানের ফুটপাত অবৈধ দখল হওয়ার ফলে এ সড়কে যান চলাচলে প্রতিবন্ধকতার পাশাপাশি জনসাধারণের চলাচলে চরম দূর্ভোগ দেখা দেয়। সভায় এই বিষয়ে উপজেলা চেয়ারম্যানের সঙ্গে একাত্মতা প্রকাশ করে উপজেলা নির্বাহী অফিসার জানান, অচিরেই এই জনদূর্ভোগ লাঘবে প্রশাসন কার্যত ব্যবস্থা গ্রহণ করবেন।
এদিকে আইনশৃঙ্খলা সভায় নানা বিষয়ে বক্তব্য রাখেন সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজ উদ্দিন ভৃইঁয়া, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল, উপজেলা দুদকের সভাপতি মোঃ শফিকুল ইসলাম (কানু), উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোঃ আনোয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ ফাতেমা বেগম, উপজেলা প্রকৌশলী মোঃ এমদাদুল হক, সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু বক্কর সিদ্দিক, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন মাস্টার, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, শাহজাদাপুর ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম খোকন, কালিকচ্ছ ইউপি চেয়ারম্যান মোঃ শরাফত আলি, শাহবাজপুর ইউপি চেয়ারম্যান মোঃ রাজ্জি, অরুয়াইল ইউপি চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন, অরুয়াইল বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ আবু তালেব প্রমূখ।
শেখ মো. ইব্রাহীম : সহ-সম্পাদক, দেশ দর্শন
Some text
ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা, মতামত
[sharethis-inline-buttons]